হাওরে পোনামাছ অবমুক্ত

সংবাদদাতা ।।
নিকলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রোববার ১২ সেপ্টেম্বর নিকলী-বাজিতপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন সিংপুর হাওর ও নয়নবালি হাওরে ১ হাজার কেজি পোনামাছ অবমুক্ত করেন। এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ জিয়াউল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোনা মাছ অবমুক্ত করছেন আলহ্বাজ আফজাল হোসেন ত্রমপি
পোনা মাছ অবমুক্ত করছেন আলহ্বাজ আফজাল হোসেন ত্রমপি। ছবি : কারার তুলিপের এফবি টাইমলাইন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!