“বন্দুকযুদ্ধ” : ভৈরবে শীর্ষ মাদক ব্যবসায়ী হেলিম নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী হেলিম মিয়া (৩৮) নিহত হয়েছে। বুধবার (৬ জুন ২০১৮) দিবাগত রাত ২টার পর ভৈরব পৌর এলাকার গাছতলাঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন বলে ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, ৫১০ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত মাদক ব্যবসায়ী হেলিম মিয়া ভৈরবের পঞ্চবটি এলাকার মৃত সাঈদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।

সূত্র : ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী হেলিম নিহত  [কিশোরগঞ্জ নিউজ, ৭ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!