সংবাদদাতা ।।
উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নিকলী স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করে নিকলী সদর ইউনিয়ন একাদশ ও গুরই ইউনিয়ন একাদশ।
নিকলী সদর ইউনিয়ন একাদশে ৪ জন বিদেশি খেলোয়াড়সহ জাতীয় দলের ফুটবলারও ছিলেন। গুরই ইউনিয়ন একাদশ দল গঠন করে কিশোরগঞ্জ জেলাধীন বিভিন্ন উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে। দুই দলের খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শনে সচেষ্ট ছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার শেষদিকে গুরই ইউনিয়ন ১টি গোল করতে সক্ষম হয় (১-০)। তাদের রক্ষণভাগের দৃঢ়তায় সদর ইউনিয়ন একাদশ গোল পরিশোধে ব্যর্থ হয়। ১-০ গোলের ব্যবধানে গুরই ইউনিয়ন একাদশ উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর চ্যাম্পিয়ন হয়।
স্টেডিয়ামের দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। খেলা পরিচালনা করেন এম এ তাহের, মাসুদ ও নয়ন।
প্রধান অতিথি ছিলেন নিকলী-বাজিতপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।