আমাদের নিকলী ডেস্ক ।।
টুটন চন্দ্র রায়কে (রায় মেডিক্যাল হল) সভাপতি এবং মো. উজ্জলকে (সেবা ফার্মেসি) অবৈতনিক সম্পাদক করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (BCDS)-এর নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন ২০১৮) দুপুরে দামপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২ বছরমেয়াদি ১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মাহবুবুল আলম চাষী (ইকরা ফার্মেসি) ও মাইজ উদ্দিন (সেবা হোমিও হল) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন : হাবিবুর রহমান, সেলিম আল দ্বীন (মা ফার্মেসি), কাজল সূত্রধর (উপশম মেডিকেল হল), গোলাম মুসাব্বির মুকুল, মো. মকবুল হোসেন, মো. আনোয়ার সাদাত, মো. মোশারফ হোসেন, বিষ্ণুপদ আচার্য্য ও মো. শামছুদ্দিন।
নিকলী উপজেলা কমিটির সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও জুয়েল মিয়া এবং অবৈতনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহার উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে কারার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার দি মেডিপ্যাথ হেলথ কেয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক আলী আজম তাপস।
সূত্র : নিকলীর দামপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি [কিশোরগঞ্জ নিউজ, ৭ জুন ২০১৮]