মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (৬ জুন ২০১৮) দিবাগত রাত ১টার দিকে ৮ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামসেদুল করিম চৌধুরীকে (৫৫) আটক করেছে হাটহাজারী সদর এলাকা থেকে। তিনি উপজেলার মেখল উত্তর মেখল রহিমপুর জানআলী চৌধুরীবাড়ীর মৃত খুরশেদুল আলম চৌধুরীর পুত্র। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে আটক করতে সক্ষম হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গতরাতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ৮সহ মোট ৯টি মামলা থানায় রয়েছে বলে সূত্র জানায়।
এদিকে পৌর সদরে পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ, এএসআই কামরুজ্জামান ও এএসআই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রয় করে আসছে দীর্ঘদিন যাবৎ। আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ সাদ্দাম ( ২৩) পিতা- মৃত আবুল হোসেন লতিফ পাড়া মদনহাট, মামুন (৩০) পিং মৃত শাসমুল আলম, রুহুল্লাপুর, মেখল এলাকা ও মোঃ শাকিল (২৫) পিতা বজল করিম, রঙ্গীপাড়া পাশ্চিম দেওয়াননগর। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।
অপর অভিযানে এসআই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আবদুর রহমানকে ( ৩০) আটক করে। বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ব্যক্তি ফতেপুর ইউনিয়ন এলাকার রাজা ফকিরের বাড়ীর মৃত কামালের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জহির উদ্দিন আটকের সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে দণ্ডপ্রাপ্ত আসামিসহ উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।