দুপুরে শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ সৌদি কর্তৃপক্ষের

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কোনো কাজ করানো যাবে না। এ সময়টায় শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ। প্রচণ্ড গরমের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।

আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাস এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় সৌদি আরবে তাপমাত্রা বেড়ে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেন সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র আবা আল খাইল। তিনি দেশটির সব নিয়োগ কর্তাকে ওই প্রজ্ঞাপন মানার নির্দেশ দেন।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে আবা আল খাইল বলেন, ‘তেল ও গ্যাসক্ষেত্রসহ জরুরি ব্যবস্থাপনা বিভাগে যারা কর্মরত তাঁরা এ নির্দেশের বাইরে থাকবেন। তবে তাঁদেরকে সূর্যের তাপ থেকে রক্ষায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এছাড়া সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম, সেখানেও এ নির্দেশ কার্যকর হবে না। বেসরকারি খাতে যারা কর্মরত তাঁদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞ।’

এই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত হতে বিভিন্ন অঞ্চলের কাজের স্থান শ্রম মন্ত্রণালয় পরিদর্শন করবে বলেও জানান আবা আল খাইল।

এছাড়াও কোথাও এই নির্দেশ অমান্য হলে ১৯৯১১ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে বলেন শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

সূত্র : দুপুরে শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ সৌদি কর্তৃপক্ষের  [এনটিভি, ৮ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!