সংবাদদাতা ।।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী ২৮শে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ভাটি এলাকার লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হল নৌকা বাইচ। ভাদ্র-আশ্বিন মাসে সাধারণত হাওরের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নিকলীতে প্রায় পাঁচশত বছর আগে সোয়াইজনী নদীতে প্রথম নৌকা বাইচ হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে লোক সমাগম বেশী হওয়ায় বেড়ীবাধে অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো নিকলী উপজেলা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর বেরিবাধেই নৌকা বাইচের আয়োজনের উদ্যোগ নিয়েছেন। দেশ-বিদেশের উৎসুক ব্যক্তিরা এ খবর পাওয়ায় অনেকে স্বস্তি পেয়েছেন।