নিজস্ব প্রতিনিধি ।।
“আমরা বঞ্চিত মানুষের কথা বলি”। একটি অরাজনৈতিক সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে “মাদককে না বলতে” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অফলাইনে সচেতনতার ডাক দিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
বুধবার (১৩ জুন ২০১৮) “আমরা বঞ্চিত মানুষের কথা বলি” ফেসবুক গ্রুপের উদ্যোগে নিকলীর একশ’ জন রিকশা শ্রমিককে দেয়া হয়েছে ঈদের খাদ্যসামগ্রী। এদিন বিকাল ৪টায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রুপ প্রধান ও ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন, এটি আমাদের ধারাবাহিক কার্যক্রমেরই অংশ। “মাদককে না বলি” শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা এই সংগঠনটির মূল কাজ হচ্ছে সুবিধাবঞ্চিতদের অধিকার আদায়ে সচেষ্ট থাকা। ভবিষ্যতে এই কাজের ধারা আরো ব্যাপক আকারে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছে। অচিরেই একেক করে বাস্তবায়নে যাওয়ার ইচ্ছা রয়েছে।