ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের সভাপতি উজ্জ্বল সম্পাদক সাজন

নিজস্ব প্রতিনিধি ।।

বৃহস্পতিবার (১৪ জুন ২০১৮) ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি ও মোহাম্মদ সাজনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম উজ্জ্বলের বাড়ি নিকলী সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি ঢাকাস্থ নিকলী সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক; ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজনের বাড়ি জারইতলা ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত।

সভাপতি ও সাধারণ সম্পাদক

২০১০ সালে গঠিত ঢাকায় অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন লিটন, এনায়েত কবির সোয়েব ও মেহেদি হাসান হিমেল।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হাসানুজ্জামান পুটনকে। এছাড়া আতিকুর রহমান মোকারিম ও সাজ্জাদ হোসেন শুভ সাংগঠনিক সম্পাদক, মোঃ ইলিয়াস সানী আছেন অর্থ সম্পাদক হিসেবে।

কমিটির সকল সদস্যকে নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী.কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

কমিটির পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Similar Posts

error: Content is protected !!