জারইতলায় মাদকবিরোধী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

বাংলাদেশ মাদকবিরোধী সংগঠন, নিকলী উপজেলা শাখার উদ্যোগে জারইতলা ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার (১৭ জুন ২০১৮) এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জারইতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক।

বিশেষ অতিথি ছিলেন জারইতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাতেন এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উদীয়মান রাজনীতিক ও সমাজসেবক রুহুল কুদ্দুস ভূঞা জনি।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিন্নত হোসেন সজিব, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। আরো বক্তব্য রাখেন : আজমল হোসেন, জাহিদুল নাইম, মাজহারুল ইসলাম উজ্জ্বল, রুহুল কাদের ভূঞা সুপ্ত, রোকন, নিয়াদ হাসান রকি, বেলায়েত হোসেন বাদল। সমাপনী বক্তব্য রাখেন মিন্নত আলী সজীব।

সভায় বক্তাগণ উপস্থিত সকলকে বিশেষ করে যুবসমাজকে মাদকের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। মাদক শুধু জীবন থেকে জীবন কেড়ে নেয়, বরং সমাজ সংসারেরও ক্ষতিসাধন করে। তাই মাদক বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

Similar Posts

error: Content is protected !!