সংবাদদাতা ।।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর হাট জমতে শুরু করেছে। ১৯ সেপ্টেম্বর উপজেলার নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ মাঠে, গুরুই নতুন বাজার ও মজলিশপুর বাজারে কোরবানীর পশুর জমজমাট হাট বসেছে। হাটে ক্রেতা-বিক্রেতার ভীড় লক্ষ্য করা গেছে। এদিকে কোরবানী উপলক্ষে কামারপট্টিতে পশু জবাইয়ের উপকরণ শান দেওয়া, তৈরির ধুম পড়েছে। উপজেলার নিকলী, নতুন বাজার ও দামপাড়া বাজারের কামারপট্টিতে সরেজমিনে দেখা গেছে চাপাতি, ছুরির বিক্রি বেড়েছে। দামপাড়া বাজারের কামার সুমন জানান, কোরবানীর পশু জবাইয়ের জন্য ছুরি ও চাপাতি ভাল বিক্রি চলছে।