আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলীতে ৫৫০ পিস ইয়াবাসহ সাহেদ আলী (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ।
শুক্রবার (২২ জুন ২০১৮) রাত সাড়ে ১১টার দিকে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর আঠারবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহেদ আলী সাজনপুর আঠারবাড়িয়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, সাহেদ আলী দীর্ঘদিন ধরে জারুইতলা ইউনিয়নে ইয়াবা, দেশীয় তৈরি মদ, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে সাহেদ আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৫০০ টাকা এবং ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শুক্রবার রাতেই সাহেদ আলীকে আসামি করে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিকে শনিবার (২৩ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র : নিকলীতে ৫৫০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার [ওয়ান নিউজ, ২৩ জুন ২০১৮]