সংবাদদাতা ।।
অষ্টগ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সের দুই জমজ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার কাগজি গ্রামের হুমায়ূন কবীরের জমজ সন্তান সাধু ও নওয়াল।
এলাকাবাসী জানায়, শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে দুই ভাই-বোন বাড়ির সামনে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাদের লাশ ভেসে ওঠে। পরে তাদের মৃতুদেহ উদ্ধার করা হয়। এতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।