নিজস্ব প্রতিনিধি ।।
গতকাল সোমবার (২৫ জুন ২০১৮) দিবাগত রাতে “এ” এবং “বি” গ্রুপের প্রথম পর্বের খেলা শেষ। “এ” গ্রুপ থেকে উরুগুয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে এবং “৬ পয়েন্ট নিয়ে রাশিয়া নক আউট পর্বে উত্তীর্ণ।
“বি” গ্রুপ থেকে স্পেন এবং পর্তুগাল সমান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে পৌছেছে। পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধানে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়।