সিংপুরে নদীভাঙ্গনে ধ্বংসের মুখে চৌধুরীহাটির মসজিদ

আবদুল্লাহ আল মহসিন ।।

নিকলী উপজেলায় অব্যাহত নদীভাঙ্গন কবলিত গ্রাম সিংপুর। গত ১৫ বছরে ধনু নদীর ভাঙ্গনে শত শত পরিবার গৃহহীন হয়ে অসহায় জীবন যাপন করছেন।

ভাঙ্গনের কবল থেকে বাদ পড়েনি হাট-বাজার, স্কুল ভবন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। বর্ষা হলে ভাঙ্গনের আতংক বেড়ে যায়।

এবারের বর্ষার আগেই ভেঙ্গে গেছে চৌধুরীহাটি মসজিদের পাকা ঘাট। ভাঙ্গনের তীব্রতা এতই বেশি যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে সিংপুর চৌধুরীহাটি মসজিদ।

মসজিদের মোতাওয়াল্লী হাজী আঃ মজিদ আলী জানান, ভাঙ্গন রোধে কোনো কার্যকরী ব্যবস্থা আমাদের দ্বারা নেয়া সম্ভব না। এ ব্যাপারে সরকারি মহল এগিয়ে আসা দরকার।

বর্তমানে নদীর দুই তীরেই ভাঙ্গন দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, নতুন করে প্রায় আরো ১ হাজার বসতি ধনু নদীর ভাঙ্গনের ঝুঁকিতে আছে।

Similar Posts

error: Content is protected !!