সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নিকলী জি,সি পাইলট স্কুল

সংবাদদাতা ।।
৪৪তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় এবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিকলী জি,সি পাইলট মডেল স্কুল সাঁতারু দল।

swim
প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়নের ট্রফি নিচ্ছে সুজন মিয়া

উপজেলা, জেলা ও বিভাগীয় সফলতার পর ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর বিকেএসপি সুইমিংপুলে জাতীয় পর্যায়ে সাঁতারে অংশগ্রহণ করে। এতে ব্যক্তিগত বড় গ্রুপ পর্যায়ে রানার্স আপ হয় সুজন মিয়া। অন্য সাঁতারুরা হলেন, আরমান, রিজেল, হিমেল, নাঈম ও সানী। সর্বোচ্চ স্কোর পেয়ে নিকলী জি,সি পাইলট স্কুলের সাঁতারু দল চ্যাম্পিয়ন পদক লাভ করে। রোববার ২০ সেপ্টেম্বর দিনাজপুর বড় মাঠে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

ছবি সংগ্রহ : সাঁতারু সুজন মিয়ার এফবি টাইমলাইন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!