নিজস্ব প্রতিবেদক ।।
পুরনো দিনের সাদা কালো টেলস্টার বলটি রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ব্যবহার করা হলো। অফিসিয়াল ম্যাচ বল “টেলস্টার ১৮” পুরনো হতে না হতেই নকআউটের জন্য উন্মোচন করা হলো নতুন বল।
শেষ ষোলো থেকে খেলা হবে “টেলস্টার মেচতা” বল দিয়ে। নতুন এই ম্যাচ বলটি পুরোপুরি টেলস্টার ১৮’র উপাদান দিয়ে তৈরি। পার্থক্য কেবল একটি জায়গায়। নকশায় ব্যবহার করা হয়েছে উজ্জ্বল লাল রং।
স্বাগতিক রাশিয়ায় অনুপ্রাণিত রং লেগেছে নকআউটের ম্যাচ বলে। একই সঙ্গে লাল রং দিয়ে আভাস দেয়া হচ্ছে নকআউটের উত্তাপ।
রুশ শব্দ মেচতার অর্থ হলো “আকাঙ্ক্ষা” বা “স্বপ্ন”। অ্যাডিডাসের তৈরি এই বল দিয়ে খেলেই গ্রুপের বাঁধা পেরুনো দলগুলো দেখবে শিরোপার স্বপ্ন।
গ্রুপ শেষ হতেই নকআউটে নতুন ম্যাচ বল। শোনা যাচ্ছে, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণীতেও দেখা যেতে পারে আরেকটি নতুন বল। ফিফার ওয়েবসাইট