মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
মাদকদ্রব্য আইনে দু’টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২৭ জুন ২০১৮) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তি চিকনদণ্ডি ইউনিয়নস্থ খন্দকিয়া এলাকার কেরামত আলি মুন্সিবাড়ির মৃত শফির ছেলে মোঃ ইলিয়াছ (৪৫)। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে খন্দকিয়া এলাকায় তার নিজস্ব বাসস্থান থেকে মডেল থানার এসআই আব্দুল মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত পলাকত আসামিকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ২টি মামলায় তার ২ বছর তিন মাস সাজা হয় বলে ডিউটি অফিস সূত্রে জানা যায়। আটককৃত ইলিয়াছকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেন।
মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাজাপ্রাপ্ত আসামি আটকের সত্যতা স্বীকার করেন।