কটিয়াদী প্রতিনিধি ।।
কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদী (পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা) থেকে আবু কাশেম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়ালখাঁ নদীর পশ্চিম পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার উজানচর নামক স্থানে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২৯ জুন ২০১৮) বিকাল থেকে আবু কাশেমকে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সকালে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার উজানচর নামক স্থানে নদীর পাড়ে জঙ্গলে জুয়া খেলার ও শরীরের পোশাকের আলামত পেলে স্থানীয়রা নদীর পাড়ে খুঁজতে থাকে। পরে নৌকা দিয়ে খোঁজাখুঁজি করলে আড়িয়ালখাঁ (পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা) নদী থেকে আবু কাশেমের লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে কটিয়াদী ও বাজিতপুর থানার পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে। মৃত আবু কাশেম কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনার মৃত শুক্কুর আলীর ছেলে।