আবদুল্লাহ আল মহসিন, নিজস্ব প্রতিনিধি ।।
সেবামূলক সংস্থা বড়বাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে নিকলী উপজেলাব্যাপী ১০ হাজার গাছ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জুন ২০১৮) সকাল দশটায় নিকলী নতুনবাজারে বড়বাড়ী মার্কেটে নিজস্ব কার্যালয়ে গাছ বিতরণ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম সাগর।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুন্দর ও বনায়ন সৃষ্টির জন্য বৃক্ষ রোপনের কর্মসূচি দিয়েছেন। বড়বাড়ী ফাউন্ডেশনের মাধ্যমে আমি সে কাজ করে যাচ্ছি।
উপজেলার ৭টি ইউনিয়নের সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে এসব গাছ বিতরণ করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০ প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছ বিতরণ করা হয়।