মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্রে উপস্থিত হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ডাঃ এল এ কাদেরী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ সোমবার (৩ জুলাই ২০১৮) সকাল ১১টায় সম্পন্ন হয়।
উক্ত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিওরো সায়েন্স বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডাঃ এল এ কাদেরী।
আরো উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াছ তালুকদার, অধ্যক্ষ আলী আহমদ, মোঃ জসিম উদ্দিন সিকদার, আলী আজম, জসিম উদ্দিন বাবুল, হারুনুর রশিদ, হামিদা সুলতানা, মোঃ মহসিন, সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন, সিনিয়র শিক্ষক মোঃ হোসেন, সাংবাদিক কে এস এম জামাল উদ্দিন, আসলাম পারভেজ প্রমুখ।