নিজস্ব প্রতিবেদক ।।
কারারুদ্ধ-অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মঙ্গলবার (৩ জুলাই ২০১৮) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখা।
নবগঠিত কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্রদল কমিটির নির্দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল খায়ের উজ্জ্বল, নিকলী উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রাসেল, ক্রীড়া সম্পাদক গোলাম রাব্বীর রনি, অর্থ সম্পাদক ফাইজুল কবির খোকন, শরীফুল হক শরীফ, অক্ষয়, সাদেকসহ শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে কারারুদ্ধ-অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জোরালো দাবি জানান।