শহীদুল ইসলাম খোকনের পাশে শাবানা

আমেরিকায় চিকিৎসাধীন চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানা। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত শাবানা শহীদুল ইসলাম খোকনের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন এবং সেখানকার বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, শহীদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থা স্থিতিশীল। শাবানা আপা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তার চিকিৎসা
ও পরামর্শ নিয়ে শহীদুল ইসলাম খোকন ২৫শে অক্টোবর দেশে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। কণ্ঠনালির সমস্যায় আক্রান্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন চলচ্চিত্র শিল্পের অনেকেই। শহীদুল ইসলাম খোকন পরিচালিত অনেক ছবির প্রধান অভিনেত্রী ছিলেন শাবানা। তিনি ও তার স্বামী ওয়াহিদ সাদিক শহীদুল ইসলাম খোকনের চিকিৎসা জন্য খোঁজ-খবর নেয়াসহ বিভিন্ন সহযোগিতা করায় খোকনের পরিবার এবং পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!