মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ৩ ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ জুলাই ২০১৮) গভীর রাতে হাটহাজারী উপজেলাধীন শিকারপুর এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিউটি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খোরশেদুল আলম ও এএসআই ইবরাহীম সঙ্গীয় ফোর্স নিয়ে শিকারপুর ইউনিয়নস্থ বাতুয়া ফকির চায়ের দোকানের সামনে থেকে শাহজাহান ও গিয়াস উদ্দিনকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে। এসময় পৃথক আরেক অভিযানে একই এলাকার এসকান্দর মেম্বারের বাড়ির সামনে থেকে ২১পিস ইয়াবাসহ অপরজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালকে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলাস্থ শিকারপুর ইউনিয়নের বাতুয়া ফকির মোঃ তালুকদার বাড়ির মৃত শাহজাহান খাঁনের পুত্র মাহমুদুল্লাহ (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হারুন বাবুর্চির পুত্র শাহজাহান (২৬) ও শিকারপুর এলাকার মৃত হোসেনের পুত্র গিয়াস উদ্দিন রুবেল (২৮)।
থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।