মহাস্থান ( বগুড়া) প্রতিনিধি ।।
বুধবার (৪ জুলাই ২০১৮) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিরা ব্লকে স্থাপিত জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কামাল উদ্দীন তালুকদার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) বাবুল চন্দ্র সূত্রধর, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার-২ মোঃ মাশরেফুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষক কিষাণি।