নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে ইসরাত জাহান (হুমায়রা) নামের ৫ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুলাই ২০১৮) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলাধীন পূর্ব ধলই সেকান্দর পাড়া এলাকার বদর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। হুমায়রা রাউজান থানার নিয়াজ তালুকদার বাড়ির ব্যবসায়ী জমির উদ্দিনের কন্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে জানা যায়, গত ৩/৪দিন আগে পূর্ব ধলই নানার বাড়িতে বেড়াতে আসে। আনন্দ-উল্লাসে কাটছিল বাড়ির সকলের। নানুর বাড়ির সবার সাথে হাসি-আনন্দেই ছিল হুমায়রার বেড়ানো। হঠাৎ শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়।

হুমায়রাকে না পেয়ে বাড়ির সবাই খুঁজতে থাকে। হঠাৎ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হুমায়রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ বাড়ি রাউজান থেকে আত্মীয়-স্বজন ছুটে যায়। বেড়াতে এসে করুণ এ মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না। পুরো বাড়িতে যেন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!