হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ডেমু ট্রেনের ধাক্কায় হাজী মোঃ ওমদা মিয়া সওদাগরের (৮৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) বেলা ১০টার দিকে উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি চারিয়া কাজীপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে হাজী ওমদা মিয়া সওদাগর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ট্রেনের রাস্তা পার হওয়ার সময় নাজিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা নগরমুখী একটি ডেমু ট্রেনের ধাক্কায় সড়কের পাশে লুটিয়ে পড়েন। তার মাথায় প্রচণ্ড আঘাতে রক্তক্ষরণ হয়।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাজী ওমদা মিয়া চারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জালাল উদ্দিনের পিতা।

মাগরিবের নামাজের পর নিজ বাড়ির মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ওমদা মিয়া সওদাগর ৮ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

Similar Posts

error: Content is protected !!