কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কটিয়াদী প্রতিনিধি ।।

সারাদেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ জুলাই ২০১৮) শনিবার সকাল ৯টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া, উপ-পরিচালক (লজিস্টিক) পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তপন কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মসূয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ।

কটিয়াদী উপজেলার ২৪১টি টিকাদান কেন্দ্রে মোট ৪৫৮১৩ জন শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Similar Posts

error: Content is protected !!