নেইমার ঢঙে তৈরি হলো ইংরেজি ২৬টি বর্ণ!

আমাদের নিকলী ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও দলটির সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে ট্রলিং থেমে নেই। গতকালই (১৩ জুলাই ২০১৮) ফিফার একজন কর্মকর্তা বলেছেন, নেইমার গড়াগড়ি দিয়ে লোক হাসাচ্ছে। সমালোচনায় বিশ্ব মিডিয়ার পাশাপাশি যোগ দিয়েছে ব্রাজিলের মিডিয়াও। এবার নেইমারের পরে যাওয়ার সেইসব ছবি দিয়ে রীতিমতো ইংরেজি বর্ণমালা তৈরি করে ফেললেন এক ডিজাইনার। যিনি নিজেও ব্রাজিলের একজন নাগরিক!

ডিজাইনার লুসিয়ানা জ্যাকবের এই কাণ্ড ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নেইমারের এসব কাণ্ডে যারা বিরক্ত তারা তো বটেই; জ্যাকবের ‘শিল্পকর্ম’ দেখে বেজায় খুশি হয়েছে ব্রাজিল বিরোধীরা। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘A’ থেকে শুরু করে রীতিমতো শেষ বর্ণ ‘Z’ পর্যন্ত সাজানো হয়েছে শুধুমাত্র নেইমারের বিভিন্ন সময়ের পরে যাওয়ার ছবি নিয়ে।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে মারাত্মক ইনজুরি থেকে সেরে উঠে তিন মাস পর মাঠে ফিরেন নেইমার। অনেকের মতেই, রাশিয়া বিশ্বকাপে তার পারফর্মেন্স মোটেও ভালো ছিল না। তার ওপর নির্ভর করে শিরোপা জয়ের হেক্সা মিশনে আসা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। তবে আলোচনায় থেকে যায়, ফাউল পাওয়ার জন্য নেইমারের মাঠে গড়াগড়ি করার অভিনয়! যা নিয়ে সারা ফুটবলবিশ্বে এখনও ট্রল চলছে। যদিও বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ বার ফাউল করা হয়েছে নেইমারকে।

সূত্র : নেইমারের ‘গড়াগড়ি’র ছবি দিয়ে ২৬টি ইংরেজি বর্ণ তৈরি!  [কালের কণ্ঠ, ১৪ জুলাই ২০১৮]

Similar Posts

error: Content is protected !!