সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৩ জুলাই ২০১৮) স্থানীয় সময় দুপুরে দাম্মাম প্রদেশের সানাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের জামালিয়া কান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি এবং কালাই গোবিন্দপুরের আবদুল হাসিম মিয়ার ছেলে জসীম উদ্দিন।

আহতরা হলেন- নিহত রবির ছোট ভাই মোহাম্মদ হাবিবুর, কালাই গোবিন্দপুরের হেলাল উদ্দিন গাজীর ছেলে জনি গাজী ও চম্পকনগরের হযরত আলীর ছেলে আলী আহম্মদ। আহতদের উদ্ধার করে দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত মোহাম্মদ রবি ও আহত হাবিবুর আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। নিহত রবির স্ত্রী ও সন্তান রয়েছে। অপরদিকে নিহত জসীম উদ্দিনের স্ত্রী ও তামিম নামে তিন বছরের সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুর রহমান দুলাল জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই নজরপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের হতাহতের খবরে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।

দাম্মামের রাস্তা

সূত্র : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত  [যুগান্তর, ১৪ জুলাই ২০১৮]

Similar Posts

error: Content is protected !!