আমাদের নিকলী ডেস্ক ।।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে ইতালিতে পাড়ি জমাচ্ছেন এ জীবন্ত কিংবদন্তী। ৩৩ বছর বয়সী তারকার নতুন ঠিকানা জুভেন্টাস। গত নয় বছরে লসব্লাঙ্কোসদের প্রাণ ভোমরা হয়ে ওঠা রোনালদো ক্লাবটিকে সবকিছু জিতিয়েছেন। নিজে জিতেছেন তারচেয়েও বেশি।
ব্যক্তিগত পুরস্কার
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি (লিওনেল মেসির সমান) বার ব্যালন ডি’অর জেতা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ৫টি ব্যালন ডি’অরের মধ্যে চারটিই জিতেছেন রিয়ালে থাকাকালে। বার্নাব্যু থেকে ব্যক্তিগত পুরস্কারে শোকেস সাজিয়েই ইতালিতে ফিরছেন তিনি।
* ব্যালন ডি’অর ৪ বার (২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)
* গোল্ডেন বুট ৩ বার (২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫)
* উয়েফা প্লেয়ার অব দ্যা ইয়ার টানা ৯ বার (২০০৯ থেকে ২০১৭)
* উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড ৩ বার (২০১৪, ২০১৬, ২০১৭)
রিয়ালের হয়ে সবকিছু জিতেছেন
রিয়ালের হয়ে ১৬টি মেজর টুর্নামেন্ট জিতেছেন রোনালদো।
* উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৪ বার (২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮)
* লা লিগা ২টি (২০১১-১২, ২০১৬-১৭)
* কোপা ডেল রে ২টি (২০১০-১১, ২০১৩-১৪)
* ক্লাব বিশ্বকাপ ৩টি (২০১৪, ২০১৬, ২০১৭)
* উয়েফা সুপার কাপ ৩টি (২০১৪, ২০১৬, ২০১৭)
* স্প্যানিশ সুপার কাপ ২টি (২০১২, ২০১৭)
ক্লাবের সর্বোচ্চ গোলদাতা
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মোট ৪৫১টি গোল করেছেন রোনালদো। ম্যাচ খেলেছেন মাত্র ৪৩৮টি। ম্যাচপ্রতি তার গোলের হার ১.৩ শতাংশ। রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো। এ যাত্রায় রিয়ালের কিংবদন্তী এবং রোনালদোর স্বদেশী রাউলকে (৩২৩ গোল) পেছনে ফেলেন তিনি।
* লা লিগা- ৩১১ গোল।
* চ্যাম্পিয়ন্স লিগ- ১০৫ গোল।
* কোপা ডেল রে- ২২ গোল।
* ক্লাব বিশ্বকাপ- ৬ গোল।
* স্প্যানিশ সুপার কাপ- ৪ গোল।
* উয়েফা সুপার কাপ- ২ গোল।
কখন, কীভাবে, কোথা থেকে গোল করেছেন
৪৫১ গোলের মধ্যে ২৪৬টি গোল তিনি করেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।
* ওপেন খেলা থেকে- ৩৩৮ গোল।
* ডিরেক্ট ফ্রি কিক থেকে- ৩৪ গোল।
* পেনাল্টি থেকে- ৭৯ গোল।
* ডান পায়ে ২৯৮ গোল।
* বাম পায়ে ৮১ গোল।
* হেড থেকে ৭০ গোল।
* অন্য ভাবে ১ গোল।
যাদের জালে বেশি বল জড়িয়েছেন
পর্তুগিজ তারকা সর্বোচ্চ ২৭টি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। গেতাফের জালে ২৩ বার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের জালে ২২ বার বল জড়িয়েছেন। মজার বিষয় হলো, ইউরোপীয়ন প্রতিযোগিতায় তার বর্তমান ক্লাব জুভেন্টাসকেই সবচেয়ে বেশি (১০) গোল দিয়েছেন রোনালদো।
গারকা ইরাইজোজকে (বর্তমানে জিরোনার গোলকিপার) সবচেয়ে বেশিবার ফাঁকি দিয়েছেন রোনালদো। তার জালে মোট ১৭ বার বল জড়িয়েছেন তিনি। এছাড়া দিয়েগো লোপেজ, ক্লাওডিও ব্রাভো এবং জাভি ভারাস ১৫টি করে গোল হজম করেছেন রোনালদোর পা থেকে।
সূত্র : সময় নিউজ