মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী সদর এলাকায় বাসের চাকায় পৃষ্ট হয়ে ফাহিমা আকতার (৩) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। রোববার (১৫ জুলাই ২০১৮) রাত ৮টার দিকে পৌরসভার কড়িয়াদীঘির পাড় এলাকার রাঙামাটি সড়কে মর্মান্তিক এ ঘটনা সংগঠিত হয় বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। নিহত ফাহিমা মেখল ইউনিয়নস্থ মুজাফ্ফরপুর জাফর তালকদার বাড়ীর মোঃ সালাউদ্দিনের কন্যা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাত জানা যায়, রোববার রাত ৮টার সময় নিহত ফাহিমাকে নিয়ে তার মা হাটহাজারী বাজারে যাচ্ছিল সিএনজি অটোরিকশা যোগে। মেয়েটি মায়ের কোল থেকে অনবধানতাবশত হঠাৎ কড়িয়াদীঘির পাড় এলাকায় সড়কের বুকে পড়ে গেলে নগর থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী বাসের চাকায় পৃষ্ট হয়ে মাথা থেতলে যায়।
এক পর্যায়ে মাথার মগজ বের ও শরীরের কিছু অংশ পৃষ্ট হয়। তবে মডেল থানার ডিউটি অফিসার থেকে জানতে চাইলে সে বিষয়ে তিনি অবগত নন বলে প্রতিবেদককে জানান।