মক্কায় এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবের পবিত্র মক্কা আল-মুকাররমায় মোহাম্মদ আমির হোসেন (৫৩) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। অসুস্থতাজনিত কারণে গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়। তিনি বেসরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার ভোর ৪টায় সৌদি আরবে পৌছান।

নিহত মোহাম্মদ আমির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায়।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ১৪ হাজার ৪০৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের বহন করেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৯টি ফ্লাইট। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ১০ হাজার ৭৭৮ জন হজযাত্রী।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে অংশগ্রহণ করবেন। চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে মক্কা বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নম্বর চালু করেছে।

সূত্র : এনটিভি অনলাইন, ১৭ জুলাই ২০১৮

Similar Posts

error: Content is protected !!