বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশ বুধবার (১৮ জুলাই ২০১৮) বেলা ১টায় ইয়াবা সম্রাজ্ঞীখ্যাত শিউলী আক্তারকে (৪২) গ্রেফতার করেছে। শিউলী একটি ইয়াবা সংক্রান্ত মামলার প্রধান ও পলাতক আসামি।
নিকলী থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন কুমিল্লার বুড়িচং থানা পুলিশ ১হাজার ১৩০ পিস ইয়াবাসহ নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামের সুরুজ আলীর পুত্র হাইকুলকে গ্রেফতার করে। এ সময় হাইকুলের সঙ্গীয় শিউলী পালিয়ে যেতে সক্ষম হয়। শিউলী নিকলী উপজেলার দামপাড়ার পোস্টমাস্টার রুহুলের স্ত্রী।
একই দিন বুড়িচং থানায় শিউলীকে প্রধান আসামি ও অপর দুইজনের নাম উল্লেখ করে মাদক পাচার আইনে একটি মামলা দায়ের করে বুড়িচং পুলিশ। মামলা নম্বর ৩৩/২২২।
গ্রেফতারকৃত হাইকুলকে কুমিল্লা আদালতে হাজির করলে শিউলী আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও ব্যবসার সাথে জড়িত এবং তারা শিউলীর হয়ে কাজ করে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, মামলার পর থেকে শিউলী পলাতক ছিলো। গোপন সংবাদ পেয়ে বুড়িচং থানার অনুসন্ধান স্লিপের ভিত্তিতে উত্তর দামপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।