আবদুল হামিদ স্যারের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিনিধি ।।

মাটির পিলসুজে প্রদীপের মতো ক্ষীণ আলো জ্বালিয়ে সমাজকে যারা আলোকিত করেন, তারা চিরকাল বেঁচে থাকেন। মানবতার সেবায় নিবেদিত কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তেমনই একজন মহৎপ্রাণ ব্যক্তি হলেন সুন্দরের আরাধক, প্রকৃত মানুষ সৃষ্টির কারিগর নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত স্যার আবদুল হামিদ।

স্যারের এই পোর্ট্রেটটি এঁকেছেন খাইরুল মোমেন স্বপন

নিকলীর শিক্ষার দূতখ্যাত আবদুল হামিদ স্যার ২০০৪ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে সদর ইউনিয়নের বানিয়াহাটির নিজ বাড়িতে আয়োজন করা হবে মিলাদ ও দোয়া মাহফিলের।

২১ জুলাই শনিবার আসরের নামাজ বাদ আয়োজিত তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!