আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ জেলা কারাগারে শামীম হোসেন (৪০) নামে হত্যা মামলার এক আসামির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে শামীমকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
শামীম হোসেন করিমগঞ্জ উপজেলার সাধেরচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। ২০১০ সালের ১৬ অক্টোবর বাবা আব্দুল কুদ্দুছকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তখন থেকেই শামীম কারাগারে ছিল।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শামীম হৃদরোগে আক্রান্ত হলে তাকে পার্শ্ববর্তী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। ময়নাতদন্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরম পড়েছিল, তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস। ফলে শামীম হিটস্ট্রোকে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : কিশোরগঞ্জ কারাগারে পিতৃহন্তারক পুত্রের হিটস্ট্রোকে মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ২০ জুলাই ২০১৮]