নিজস্ব প্রতিবেদক ।।
জাতীয় শিশু-কিশোর সংগঠন সংশপ্তকের ২৮ বছরপূর্তি উপলক্ষে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩০ জুলাই ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৩টায় শুরু হবে প্রতিযোগিতা।
সাধারণ ও লোকনৃত্যের ওপর দুইটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। গ্রুপ-ক (প্রথম থেকে চতুর্থ শ্রেণী) এবং গ্রুপ-খ (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি)। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে প্রতি বিষয়ের জন্য ১০০ (একশত) টাকা।
নাম রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৯ জুলাই। বিস্তারিত তথ্য ও অন্তর্ভুক্তির জন্য ০১৭১১৬৬৪৬২৬ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
একই দিন ও একই মিলনায়তনে সন্ধ্যা ৭টায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। শিশুসহ সকলকে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে।