হাটহাজারীতে পরোয়ানাভুক্ত দুই আসামি আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চেক জালিয়াতি ও চুরির মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ জুলাই ২০১৮) দিবাগত রাত ২টার দিকে পুলিশের বিশেষ পৃথক দুটি অভিযানে পলাতক দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, পৌর এলাকার পশ্চিম দেওয়াননগর সন্দীপপাড়া নুরুল আলম ফকিরার পুত্র মোঃ তৌফিকুল ইসলাম প্রকাশ কালু (৩০) এবং মোঃ এমদাদুল হক (৪৫)। তিনি গুমানমর্দন ইউনিয়নস্থ নুর আহমদ সুবেদার বাড়ির মৃত দানেশের পুত্র।

অভিযান পরিচালনাকারী এসআই তোফায়েল জানান, এএসআই কামরুজ্জামানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পৃথক দু’টি অভিযানে চেক জালিয়াতি ও চুরির মামলায় ২জনকে আটক করি। দীর্ঘদিন তারা পলাতক থাকায় তাদের আটক করতে সক্ষম হইনি। গতরাতে সন্দীপপাড়া ও গুমানমর্দন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আটকের সত্যতা নিশ্চিত করে তাদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছেন বলে জানান।

Similar Posts

error: Content is protected !!