হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার পলাতক আসামি আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ২০০৩ সালের বহুল আলোচিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলমকে (৪৫) আটক করে কারাগারে প্রেরণ করেছে মডেল থানা পুলিশ।

মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত মোহাম্মদ জহির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (২৮ জুলাই ২০১৮) উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়ার দুর্গম পাহাড়ী এলাকা হতে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি শাহ আলমকে আটক করে। শাহ আলম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের তালুকদার পাড়ার মোঃ রফিকের পুত্র।

মডেল থানার কর্তব্যরত অফিসার আটকের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটক ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলমকে ২৯ জুলাই দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলম

Similar Posts

error: Content is protected !!