আমাদের নিকলী ডেস্ক ।।
পাকুন্দিয়ায় জমির আইল নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুলাই ২০১৮) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতি মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
নিহত মহিউদ্দিন কুমরী গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিনের সাথে পার্শ্ববর্তী জমির মালিক মতি মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার (২৯ জুলাই ২০১৮) সকালে মহিউদ্দিন তার জমির আইল বাঁধতে গেলে মতি মিয়ার ছেলে কালাম মিয়া তাতে বাঁধা দেয়।
এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে দুইপক্ষের লোকজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, জমির আইলের মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
সূত্র : পাকুন্দিয়ায় তুচ্ছ ঘটনায় কৃষক নিহত, আটক এক [কিশোরগঞ্জ নিউজ, ২৯ জুলাই ২০১৮]