৩৯তম বিসিএস পরীক্ষার আসনবিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী ৩ আগস্ট শুক্রবার ৩৯তম বিশেষ বিসিএস-এর এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে।

পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসে শুধু চিকিৎসক নেয়া হবে। ৩৯তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

আসনবিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ আগস্ট বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে হলে আসতে পারবেন না। সময় দেখার জন্য পরীক্ষা হলের সকল কক্ষে কমিশন হতে সরবরাহকৃত দেয়াল ঘড়ি স্থাপন করা হবে।

প্রসঙ্গত, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন। বাসস

 

Similar Posts

error: Content is protected !!