বিশেষ প্রতিনিধি ।।
নিকলী স্টেডিয়ামে আজ সোমবার (৩০ জুলাই ২০১৮) বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা পর্বে উপজেলা সদরের ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ট্রাইব্রেকারে গুরুই ইউনিয়নের ছেত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১ গোলের ব্যবধানে পরাজিত করে।
বঙ্গবন্ধু পর্বে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাটিবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলে হাবশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ থেকে এগিয়ে।
চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ফুটবলার কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ হিয়া খাঁন, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।