নিকলীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।

আজ সোমবার (৩০ জুলাই ২০১৮) সকাল ১০টায় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আগামী ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আবু বকর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তারসহ সরকারি-বেসরকারি কার্যালয় প্রধান, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজ শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর অবিরাম জীবনি বলা প্রতিযোগিতাসহ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়। সব শেষে উপস্থিতিদের সকলকে কারার সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Similar Posts

error: Content is protected !!