হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে ওয়াসিম সাদমান ফাহিম (২১) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৩০ জুলাই ২০১৮) রাত এগারোটার দিকে এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি প্রায় ৫-৬ দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানান পুলিশ।

লাশটি উদ্ধারের সময় পুরো বাড়ি দুর্গন্ধময় পরিবেশে পরিণত হয়। আত্মহননকারী ওয়াসিম ফতেয়াবাদ আনোয়ার আলী টেন্ডলের বাড়ির মোঃ মনজুর মোরশেদের পুত্র বলে জানা যায়। তবে এঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসী ও সচেতন মহলের নানান প্রশ্নের জন্ম নিচ্ছে। কারণ একই ঘরের মধ্যে চার পাঁচদিন ধরে কিভাবে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে!

লাশ উদ্ধারকারী পুলিশের এসআই রুহুল আমিন জানান, রাতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করি। সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে, যার নং ১৯।

Similar Posts

error: Content is protected !!