এক সময়ের পর্দা কাঁপানো আলোচিত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি গত ১২ বছর যাবৎ যোগীনির জীবন যাপন করছেন। দিনের ১৮ ঘণ্টা সৃষ্টিকর্তার তপস্যা করছেন। এক যুগ ধরে তিনি মেকআপ নিচ্ছেন না। এক যুগ ধরে তিনি পার্লারে যান না। এমনকি আরো চমকে দেওয়ার মতো ঘটনা হলো এক যুগ ধরে তিনি আয়নায় নিজের মুখ দেখেন না। ভিকি নামে অতীতে তাঁর একজন প্রেমিক থাকলেও এখন তাঁর সঙ্গেও সম্পর্ক রাখছেন না মমতা। বিচ্ছিন্নভাবে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছেন তিনি। এ বিষয়ে সম্প্রতি একটি ভারতীয় পত্রিকাকে সংক্ষিপ্তভাবে মমতা কুলকার্নি জানিয়েছেন, আমার কিছু দরকার নেই। শুধু সৃষ্টিকর্তার প্রেমে ডুবে থাকতে চাই। আমি মনে করি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখার জন্যই আমার জন্ম হয়েছে। বলিউডে ফেরার কোনো ইচ্ছাই আমার নেই। আমি সব কিছু থেকে অনেক দূরে আছি। ভালো আছি।
উল্লেখ্য, ১৯৯২ সালে ‘তিরঙ্গা’ ছবি নিয়ে যাত্রা শুরু এই আবেদনময়ীর। এরপর একে একে অনেক ছবিতে অভিনয় করেছেন। শুরু থেকেই প্রতিটি ছবিতে ব্যাপক খোলামেলাভাবে পর্দায় হাজির হয়ে তাক লাগিয়ে দেন মমতা।