মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারী ২নং ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রাম নিবাসী সাংবাদিক দৈনিক পূর্বদেশ-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক সঞ্জয় মহাজন কল্লোল (৪২) আজ বুধবার (১ আগস্ট ২০১৮) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি গত ২৮ জুলাই কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। রাতে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কল্লোল হাটহাজারী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক নেতা ও ড. শহিদুল্লাহ একাডেমীর প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের ছোট ভাই।
তিনি ১৯৯৩ সাল থেকে জাতীয় দৈনিক আজকের কাগজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরে দৈনিক পূর্বকোণের হাটহাজারী উপজেলা প্রতিনিধি ও পরে পূর্বকোণের সহ-সম্পাদক এবং সর্বশেষ দৈনিক পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকতা পেশা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
সঞ্জয় মহাজন হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, এনায়েতপুর ভজন কুঠির আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এই কৃতি সাংবাদিকের মৃত্যুতে হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মোঃ ইবরাহিম বীর প্রতিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলের সুখ শান্তি কামনা করেন।
আরো শোক জানান, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেসব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মোঃ হোসেন, সাবেক প্রেসক্লাব কর্মকর্তা নুপুর দেব, সাধারণ সম্পাদক মনছুর আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দপ্তর সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল।
এছাড়া হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আসলাম মোরশেদ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান মুকুল ও সাবেক প্রেস ক্লাব অর্থ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক নির্বাহী সদস্য শিপক কৃষ্ণ দেবনাথ ও সাংবাদিক আলাউদ্দিন, মহিনউদ্দিন, এ কে এম নাজিম, মাহমুদ আল আজাদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।