রাষ্ট্রীয় সম্মানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

সংবাদদাতা।।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে (৬৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার ৩ অক্টোবর সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি নিকলী সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামে। মৃত্যুকালে তিনি ২ছেলে ২ মেয়ে রেখে যান। রোববার ৪ অক্টোবর সকাল ১০টায় মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাঁকে গার্ড অব অনার প্রদান করে মোহরকোনা কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম।
আমাদের নিকলী ডটকম-এর পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!