ভাঙনে কামালপুর-মহরকোনা সেতু হুমকির মুখে

সংবাদদাতা ।।

প্রবল বর্ষণ ও ঢেউয়ে প্রতিরক্ষা দেয়াল ভেঙ্গে পড়ায় কামালপুর-মহরকোনা সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোথাও রাস্তার ঢালাই ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও প্রতিরক্ষা দেয়াল ও রাস্তার নিচের মাটি সরে গিয়ে ঝুলে আছে।

দামপাড়া ইউনিয়নের কামালপুর অংশে এ ব্রিজ স্থাপনের ফলে নিকলী সদরের সাথে দামপাড়া, কারপাশা ও সিংপুর ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগ সহজতর হয়েছিল। এলাকাবাসীর দাবি, একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগেই যেন যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেন।

003

ছবি : কামরুল হাসান

Similar Posts

error: Content is protected !!