মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে চোর সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শনিবার (৪ আগস্ট ২০১৮) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাত ৮টার দিকে রিপোর্ট লেখার সময়ও নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার ফরহাদাবাদের মাহমুদাবাদ এলাকায় (প্রকাশ কবরস্থান টিলা) মোবাইল চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তার বয়স ৩৩ হবে হলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল উদ্দিন বলেন, এই এলাকাতে কিছুদিন যাবৎ চোরের উপদ্রব বেড়েছে। চোরের ঘটনায় এলাকার জনজীবন আতংকে কাটাচ্ছে জনসাধারণ। গত কয়েকদিন আগেও গরু চুরির চেষ্টাকালে তাদের আটক করতে প্রস্তুতি নিতে তারা পালিয়ে যায়। আজ আমাদের এলাকার পশ্চিমে পাহাড়ে ৩জন মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে দুইজন পাহাড়ে পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর মডেল থানা পুলিশ অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও কয়েকজন ছিঁচকে চোর আটক হলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই চোরদের সনাক্ত করে জনগণ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর মুঠোফোন রাতে প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।