কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
সিজনাল আখ এসেছে নিকলী নতুন বাজারে। শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই তিন মাস আখের সময়। এই সময়ে নিকলী সদর ইউনিয়নের টিক্কলহাটির মো: আওয়াল মিয়াসহ মোট পাঁচজন এবারকার যৌথ ব্যবসায় করছেন আখের। সাথে থাকা বাকি চারজন হলেন আকবর আলী, ইসরাফিল, মিয়াসন ও হোসেন।
আওয়াল মিয়া জানালেন, কাঁঠাল ও তরমুজের ব্যবসায় অনেক লোকসান গুনতে হয়েছে। এবারের আখে লাভের সম্ভাবনা দেখছেন। আশা করছেন তারা কিছুটা হলেও আগের ফলগুলোর ব্যবসায়ের লোকসান কমে আসবে।
সরারচর, মাসিমপুর ও তারাকান্দি থেকে আখ আনেন। বড় আকারের আখ ২৫টির প্রতি মোঠা কিনতে তাদের খরচ করতে হয় ৪০০ টাকা। এছাড়া ছোট আকারের ১০০ আখের মোঠার দাম পড়ে ৫০০ টাকা।
ব্যবসায়ীরা জানালেন, বড় আকারের প্রতিটি আখ ২০ থেকে ২৫ টাকায় এবং ছোটগুলো আকারভেদে ৫ টাকা থেকে ১০ টাকায় বিক্রি করছেন। এছাড়াও এখান থেকে খুচরার পাশাপাশি পাইকারি দরেও বিক্রি করছেন তারা। খুচরা ও পাইকারিসহ তারা নিকলীতে প্রতিদিন প্রায় ১২শ’ আখ বিক্রি করতে পারছেন বলে জানালেন।